দূর্নীতি ছেয়ে আছে নওগাঁ বিটিআরএ
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন বিআরটিএ’র নওগাঁ সার্কেল অফিসে বিভিন্ন দূর্র্নীতির সাথে অফিসের কর্মকর্তারা জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। প্রাপ্ত অভিযোগ নিয়ে তথ্যানুসন্ধানে গিয়ে অফিসের দূর্ণীতির পিলে কাঁপানো কিছু চিত্র পাওয়া গেছে সহকারী পরিচালক (ইঞ্জিন) মো: ফজলুর রহমান (এডি) মোটা অংকের টাকার বিনিময়ে ঢাকা মে:ট্র-১৪-০১৫১ ও সিলেট- জ- ১১-০৩৮৬ ঢাকা ও সিলেট পোষ্টঅফিসের ছাড়পত্র ছাড়ায় নওগাঁ জেলায় অন্তর-ভুক্তি করেন।এ ব্যাপারে সহকারী পরিচালক (ইঞ্জিন) মো: ফজলুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান নওগাঁতে (এডি) হয়ে এসেছি টাকার জন্য টাকা হলে সব সম্ভব। নাম প্রকাশে অনিচ্ছুক বিআরটিএর একজন কর্মচারী সাংবাদিককে জানান নওগাঁ- হ- ১১-৪১০৭ নং মোটর সাইকেলের দোকানের ক্যাশমেমো পুরো ফাইল পাওয়া জাচ্ছেনা। হয়ত বা টাকার বিনিময়ে (এডি) সাহেব নওগাঁ- হ- ১১-৪১০৭ নং টি ভুয়া করে দিয়েছেন এই ধরনের কাজও তিনি এর আগেও করেছেন বলে অভিযোগ করেন। নওগাঁ বিআরটিএ সার্কেলের এ অফিসে সরকারের নিয়োগপ্রাপ্ত একজন সহকারী পরিচালক (ইঞ্জিন) (এডি) , একজন এম ভি আই বা মোটর ভেহিকেল পরিদর্শক ,অফিস পিয়ন ও একজন সিলম্যান ...