নওগাঁর মান্দায় বড়ই পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২ আহত ৪ গ্রেফতার ৫

বুধবার নওগাঁর মান্দায় বিরোধীয় জমির উপর অবসি'ত বড়ই গাছ থেকে বড়ই পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের সশস্ত্র হামলা ও উপর্যপুরি ধারালো অস্ত্রের আঘাতে ২ সহোদর নিহত ও তাদের বাবা, মা সহ ৪ জন মারাত্মক আহত হয়েছে। জনতা ৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নওগাঁর পুলিশ সুপার মো: মোফাজ্জেল হোসেন ঘটনাস'ল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের রাঙামাটি গ্রামের আনোয়ার হোসেনের সাথে বেলাল হোসেনের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান- বিষয়ে বিরোধ চলে আসছিল। গতকাল বুধবার বেলা ১১ টার দিকে বিরোধীয় জমির উপর অবসি'ত একটি বড়ই গাছ থেকে বড়ই পাড়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামারির সূত্রপাত ঘটে। এসময় আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল লোক সন্ত্রাসী কায়দায় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষ বাবুল হোসেনের বাড়ীতে হামলা চালায়। ধারালো অস্ত্রের উপর্যপুরি আঘাতে ঘটনাস'লেই বাবুল হোসেনের ছেলে চকউলি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আব্দুর রশিদ (২৩) নিহত হয়। পরে মারাত্মক আহত অবস'ায় ৫ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর সময় দেলুয়াবাড়ী নামক স'ানে নিহত আব্দুর রশিদের বড় ভাই মানিক হোসেন (৩০) মারা যায়। আহত বাবুল হোসেন, রোকেয়া বিবি, খালেদা বিবি ও মোতালেক হোসেনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের অবস'া আশংকা জনক বলে জানা গেছে। এদিকে, সংঘর্ষের পর পরই হামলাকারী আনোয়ার হোসেন, হারুনুর রশীদ, কোহিনুর বিবি, পারভিন বিবি ও সমত্তভান বেওয়া পালিয়ে যাওয়ার সময় স'ানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম এলাকাবাসীর সহায়তায় তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। মান্দা থানার ওসি মো: খালেকুজ্জামান জানান, এ ব্যাপারে নিহতের বড় বোন আকতার বানু বাদী হয়ে ৬ জনকে আসামী করে মান্দা থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদনে-র জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

সুত্রঃ এসএনএন বিডি

Popular posts from this blog

“নওগাঁয় মুক্তিযুদ্ধে গণহত্যা”

পুদিনা চাষ ও গুনাগুন

সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ