Posts

Showing posts from October, 2008

এক জন মুক্তিযুদ্ধা জলিলের সাক্ষাৎকার (পর্ব ৩য়)

প্র : বোমা কি বিহারীরা বানাচ্ছিলো? উ : হ্যাঁ, বিহারীরা। তারপরে আমরা কনফার্ম হয়ে গেলাম যে, বিহারীরা হয়তো কোনো ষড়যন্ত্র করছে। এরকম অনেক ঘটনা তখন ঘটেছিলো। এখন সব ভুলে গেছি। যাহোক, তারপর ওদেরকে (বিহারীরা) নিয়ে আমি বসলাম। তাদের বললাম যে, দেখো আমাদের ম্যুভমেন্টের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নাই। এটা পারসোনাল একটা ব্যাপার। ইনসিওরেন্স ক্লেম পাওয়ার আশায় সে এটা করেছে। এটার সঙ্গে আমাদের ম্যুভমেন্টের বা বিহারী বাঙালির কোনো সম্পর্ক নেই। তারপর ঐ ব্যাপারটা তখন মিটে গেলো। তারপর থেকে আমাদের কর্মসূচি বা আন্দোলন সংগ্রাম এগিয়ে নিচ্ছি। ২৬ মার্চের পরে আমরা সংগ্রাম পরিষদের অফিস করলাম কে. ডি. স্কুলে। ওখানে আমরা ২৪ ঘন্টা থাকতাম। আমরা যুবক ছেলেপেলেদের ট্রেনিংয়ের ব্যবস্থা করলাম। ২৬ তারিখে মেজর নজমুল হক বললো যে, রংপুর থেকে বগুড়ার দিকে পাক আর্মি আসছে। ওদের রাস্তায় কোথাও ব্লক করা দরকার। এরপর উনি বললেন যে, আমি কিছু ছেলেকে এক্সপ্লোসিভ ট্রেনিং দেই। আপনি কিছু ছেলে দেন। আমি ট্রেনিং দিয়ে ওখানে পাঠাই। রাস্তায় কোথাও অন্তত: একটা ওবস্ট্রাকশন দিতে পারলে অন্তত ৭ দিন ওরা ওখানে বন্ধ হয়ে থাকবে। ওরা ফারদার ক্লিয়ারেন্স ছাড়া আর ম্যু

মাইক্রোচিপের চেয়েও গতিশীল হিমায়িত চিপ!

আইবিএম এবং দ্য জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি যৌথভাবে একধরনের চিপ আবিষ্কার করেছে, যা অন্য মাইক্রোচিপের চেয়ে অনেক বেশি গতিতে কাজ করতে পারে। আইবিএম জর্জিয়া টেকের ক্রিয়োজেনিক ল্যাবের গবেষকদের সাথে কাজ করে এমন ঘোষণা দিয়েছে। তারা এর মধ্যেই একটি চিপের ওয়ার্ল্ড সিলিকন স্পিড রেকর্ড করেছেন প্রতি সেকেন্ডে ৫০০ বাইনারি সাইকেল তৈরি করে আর তা কাজ করেছে ৫০০ গিগাহার্টজ মাত্রায়। আশ্চর্যের ব্যাপার, তাপমাত্রা একেবারে শূন্যের কোঠায় পৌঁছানোর পরেই এই অভূতপূর্ব পরিবর্তনটি ঘটেছে। আজকের দিনের কম্পিউটার সাধারণত কাজ করে চার গিগাহার্টেজের প্রসেসরে। এটি কাজে লাগবে কমিউনিকেশনে, যেখানে হাই ফিন্সকোয়েন্সি চিপের প্রয়োজন হয়। রুম টেম্পারেচারে এই চিপ কাজ করতে পারে সাড়ে ৩০০ গিগাহার্টজ পর্যন্ত তবে মাইনাস ৪০০ গিগাহার্টজ পর্যন্ত ৫১ ফারেনহাইটে এর কার্যক্ষমতা ৫০০ পর্যন্ত ওঠে। তৈরি করা হয়েছে সিলিকন জারমানিয়াম দিয়ে, যা গ্যালিয়াম আর্সেনাইডের মতো ধাতুর চেয়েও সস্তা। সাধারণ চিপে যেমন একটি ট্রানজিস্টর ব্যবহার করা হয়, এই চিপটিতে দু’টি ট্রানজিস্টর ব্যবহার করা যাবে। চিপ যত ছোট হতে থাকবে, ততই এর কার্যক্ষমতা বাড়বে বলে জানিয়েছেন গবেষক চার্