মাইক্রোচিপের চেয়েও গতিশীল হিমায়িত চিপ!
আইবিএম এবং দ্য জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি যৌথভাবে একধরনের চিপ আবিষ্কার করেছে, যা অন্য মাইক্রোচিপের চেয়ে অনেক বেশি গতিতে কাজ করতে পারে। আইবিএম জর্জিয়া টেকের ক্রিয়োজেনিক ল্যাবের গবেষকদের সাথে কাজ করে এমন ঘোষণা দিয়েছে। তারা এর মধ্যেই একটি চিপের ওয়ার্ল্ড সিলিকন স্পিড রেকর্ড করেছেন প্রতি সেকেন্ডে ৫০০ বাইনারি সাইকেল তৈরি করে আর তা কাজ করেছে ৫০০ গিগাহার্টজ মাত্রায়। আশ্চর্যের ব্যাপার, তাপমাত্রা একেবারে শূন্যের কোঠায় পৌঁছানোর পরেই এই অভূতপূর্ব পরিবর্তনটি ঘটেছে। আজকের দিনের কম্পিউটার সাধারণত কাজ করে চার গিগাহার্টেজের প্রসেসরে। এটি কাজে লাগবে কমিউনিকেশনে, যেখানে হাই ফিন্সকোয়েন্সি চিপের প্রয়োজন হয়। রুম টেম্পারেচারে এই চিপ কাজ করতে পারে সাড়ে ৩০০ গিগাহার্টজ পর্যন্ত তবে মাইনাস ৪০০ গিগাহার্টজ পর্যন্ত ৫১ ফারেনহাইটে এর কার্যক্ষমতা ৫০০ পর্যন্ত ওঠে। তৈরি করা হয়েছে সিলিকন জারমানিয়াম দিয়ে, যা গ্যালিয়াম আর্সেনাইডের মতো ধাতুর চেয়েও সস্তা। সাধারণ চিপে যেমন একটি ট্রানজিস্টর ব্যবহার করা হয়, এই চিপটিতে দু’টি ট্রানজিস্টর ব্যবহার করা যাবে। চিপ যত ছোট হতে থাকবে, ততই এর কার্যক্ষমতা বাড়বে বলে জানিয়েছেন গবেষক চার্লস কিং।
সংবাদ : নয়াদিগন্ত
সংবাদ : নয়াদিগন্ত