বন্ধু হতে চাই

যদি তুমি বন্ধু হতে চাও
দু'হাত বাড়িয়ে দাও, আমার তরে।
যদি তুমি শত্রু হতে চাও
ঘৃণা করিওনা আমায়
রাখিও তোমার হৃদয়ের মাঝে।
যদি তুমি বন্ধু হতে চাও
হাত বাড়িয়ে দাও, আমার তরে।
যদি তুমি হতে চাও, সত্যিকারের বন্ধু !
তোমার দুঃখে দূঃখী হয়ে,
তোমার সুখে সুখী হয়ে,
তোমার সাথে থাকব সারা জীবন।
যদি তুমি বন্ধু হতে চাও
দু'হাত বাড়িয়ে দাও, আমার তরে।

Popular posts from this blog

“নওগাঁয় মুক্তিযুদ্ধে গণহত্যা”

পুদিনা চাষ ও গুনাগুন

সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ