প্রিয় গানের মধ্যে একটি

সোয়া চান পাখি আমার
সোয়া চান পাখি
আমি ডাকিতেছি তুমি ঘুমাইয়াছ নাকি – ২

তুমি আমি জনম ভরা
ছিলাম মাখা মাখি – ২
আজ কেন হইলে নিরব
খোল দুটি আখি রে পাখি
আমি ডাকিতেছি তুমি ঘুমাইয়াছ নাকি

বুলবুলি তোতা ময়না কত নামে ডাকি
তোরে কত নামে ডাকি
ছিকল কেটে চলে গেলে
কারে লইয়া থাকি রে পাখি
আমি ডাকিতেছি তুমি ঘুমাইয়াছ নাকি

তোমার আমার এই পিরিতি চন্দ্র সূর্য সাক্ষী --- ২
হঠাৎ করে চলে গেলে
বুঝলাম না এই চালাকি রে পাখি
আমি ডাকিতেছি তুমি ঘুমাইয়াছ নাকি

সোয়া চান পাখি আমার
সোয়া চান পাখি
আমি ডাকিতেছি তুমি ঘুমাইয়াছ নাকি – ২

[বিঃ দ্রঃ কোন ধরনের লেখার ভূল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ]

Popular posts from this blog

“নওগাঁয় মুক্তিযুদ্ধে গণহত্যা”

পুদিনা চাষ ও গুনাগুন

সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ