পক্ষপাত

পক্ষপাত

আমি কার দিকে? ঠিক কিসের সপক্ষে?
হত্যাকারীর দিকে নাকি হত মানুষের দিকে,
আমি কি শান্তির পক্ষে, আমি কি শিল্পের পক্ষে
নাকি আমি ধ্বংসের পক্ষেই?

আমি কি গোলাপ চাই, সংসারে সুস্থতা চাই
সভ্যতার শুশ্রূষাকে চাই
নাকি আমি দুঃখ চাই, দুর্ভোগ দুর্দশা চাই, নিষ্ঠুরতা চাই?
আমি ঠিক কিসের সপক্ষে
না সংসারের দিকে, না গেরুয়া সন্ন্যাসে!

আমি কি প্রেমের দিকে, না আমি হিংসার দিকে,
আমি খুব ব্যক্তিগত
না আমি সমাজে?

আমি কি রাজার, নাকি ভিক্ষুকে

আমি কার দিকে, কিসের সপক্ষে

মহাদেব সাহা

Popular posts from this blog

“নওগাঁয় মুক্তিযুদ্ধে গণহত্যা”

পুদিনা চাষ ও গুনাগুন

সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ