নওগাঁর তালবোরু গহের আলী জাতীয় পরিবেশ পদক পেলেন


পরিবেশ সংরক্ষনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ জাতীয় পরিবেশ পদক ২০০৯ পেলেন নওগাঁর মহাদেবপুর উপজেলার শিকারপুর গ্রামের ১০৭ বছর বয়সের ভিক্ষুক তালবোরু গহের আলী টিকাদার। গত ৫ জুন পরিবেশ সংরক্ষন ক্যাটাগরিতে ঢাকা ওসমানী মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত পরিবেশ মেলার উদ্ধোধন ও পদক বিতরন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে এ পদক তুলে দেন। সুত্রে জানা গেছে, জেলার মহাদেবপুর উপজেলার শিকারপুর গ্রামের নিরীহ গরীব গহের আলী তার জীবন ও সংসার চালাতে সারা দিন অন্যের দ্বারে দ্বারে ভিক্ষা করতেন। ভিক্ষার পাশাপাশি বাড়ী বাড়ী থেকে তালের আঁটি চেয়ে নিতেন। সারাদিন পরিশ্রমের পর সে আটি গুলি নিয়ে এসে রাজশাহী-নওগাঁর মহাসড়কের বেইলী ব্রীজ (বলিহার সেতু) থেকে উত্তর দিকে খোর্দ্দ নারায়নপুর ব্রীজ পর্যন্ত ২ কিঃমিঃ রাস্তার দুই পার্শ্বে এবং সরকারী শাখা রাস্তার দুইধারে এবং সরকারী স্কুল ঈদগাহ ইত্যাদি স্থানে পুতে রাখতেন। গাছ গজিয়ে উঠার পর দিনের পরিশ্রম শেষে এসে পানি দিতেন, রক্ষনাবেক্ষন ও পরিচর্যা করতেন। বিগত ২৪ বছর ধরে ভিক্ষার পাশাপাশি এটায় তার ছিল নিত্য দিনের কর্মসুচী। এর ফলে গজে উঠা গাছ গুলি ইতিমধ্যেই বড় হয়ে উঠে ৩০/৪০ ফুট পর্যন্ত লম্বা তাল গাছে ভরে গেছে ওই অংশের রাস্তার দুই ধার। যা থেকে পথিক পাচ্ছে ছায়া ও মনোরম দৃশ্য আর দেশ পাচ্ছে বৃক্ষ সম্পদ। তিনি পেশায় ভিক্ষুক হলেও নিরবে নিভৃতে করে গেছেন এক মহান কাজ। বিনিময়ে কিছুই চান নি তিনি। হয়ত নিজের জমি না থাকায় বৃক্ষ রোপনের তৃঞ্চা নিবারন করতেন। অনেক কেহ ওই গাছ গুলির ডালপালা কাটলে গাছের নিচে বসে তিনি শুধু কাদতেন। অনেক প্রতিকুলতার পরেও তিনি গাছ গুলো টিকিয়ে রেখেছেন। বিনিময়ে তিনি কিছুই নিতেন না। গহের আলীর এমন কর্মকান্ডে সাদা মনের মানুষের জন্য ইয়াছিন আলী নামের এক ব্যক্তি এটিএন বাংলায় আবেদন করলে এটিএন বাংলার নিউজ অপারেশান মুন্নী সাহা ও নওগাঁ প্রতিনিধি রায়হান আলম সাথে নিয়ে একটি প্রতিবেদন প্রচার করলে সরকার সহ সকলের দৃষ্টি পড়ে তার মহান কর্মকান্ডের দিকে। পরে তার কর্মকান্ড ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে ও দেখান হয়। সেখান থেকে ২ লাখ টাকা ও ক্রেষ্ট পান। পরিবারে তার স্বচ্ছলতা ফিরিয়ে আসে। তালবোরু গহের আলী ভিক্ষাবৃত্তির পাশাপাশি নিরবে এক মহান কর্মকান্ডে নিজেকে নিয়োগ করলেও চান নি তার স্বীকৃতি। কিন্তু এ গুনীজনকে তার যথাযথ সন্মান দিতে সরকার তাকে প্রদান করেন (২ ভরি স্বর্নের) পরিবেশ পদক ২০০৯ ও ২৫ হাজার টাকা। রবিবার সরেজমিনে তার বাড়ী গেলে তিনি জানান, তার শেষ জীবনে এ সম্মমনা তার জীবন করেছে স্বার্থক।
সূত্রঃ এস এন এন বিডি

Popular posts from this blog

“নওগাঁয় মুক্তিযুদ্ধে গণহত্যা”

পুদিনা চাষ ও গুনাগুন

সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ