টাকা, তোমার উৎস কোথায়? (মান্দায় এক পল্লী চিকিৎসক হঠাৎ কোটিপতি)
নওগাঁর মান্দা উপজেলার প্রত্যন্ত পল্লীতে এক পল্লীচিকিৎসক রহস্যজনকভাবে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। এর মধ্যে প্রথমজনকে (কবিরাজ) পুলিশ গ্রেফতার করেছে এবং দ্বিতীয়জনের বিরুদ্ধে এলাকাবাসী জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছে। নওগাঁর মান্দা উপজেলার এক ‘হঠাৎ কোটিপতি’ পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর তার সম্পর্কে নানা কাহিনী শোনা যাচ্ছে। সামান্য একজন গ্রাম্য কবিরাজ থেকে অল্প সময়ের মধ্যে বিপুল সম্পদের মালিক হওয়া এ ব্যক্তির নাম চিত্তরঞ্জন প্রামাণিক। যেভাবে তার গ্রামে যাওয়া : নওগাঁ বালুডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ২২ কিলোমিটার দূরে মান্দা উপজেলার ছোট চকচম্পক গ্রাম। প্রধান সড়ক থেকে আর একটি পাকা রাস্তা এঁকেবেঁকে চলে গেছে গ্রামের ভেতর। বাঁয়ে মোড় ঘুরে সামান্য এগোতেই চোখে পড়ল চোখ ধাঁধানো সারি সারি অট্টালিকা। ডান পাশে পরপর তিনটি আলীশান বাড়ি। সব ক’টিই তিনতলা। বাম পাশে পরপর আরো দু’টি বিল্ডিং। এগুলোও তিনতলা। একটির নিচের তলায় বিশাল গরুর খামার। ওপরে স্টোর। অন্যটিও স্টোর। সবগুলোর মেঝে ও চার দেয়াল মোজাইক করা। একটির পাশে নির্মিত হচ্ছে সুইমিং পুল। বাড়ির সামনে অনেক লোকের ভিড়। কথা হলো তার চাচীর সাথে। ত...