নওগাঁ সদর আসনে হেভিওয়েট পার্থী আব্দুল জলিলের সাথে লড়ছেন চারদলীয় জোটের নবাগত কর্নেল আব্দুল লতিফ খান

আসন্ন সংসদ নির্বাচনে নওগাঁ ৫ (সদর) আসনে মহাজোট প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিলের সাথে লড়ছেন ৪ দলীয় জোটের প্রার্থী নবাগত লেঃ কর্নেল (অবঃ) আব্দুল লতিফ খান। বিগত ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে আব্দুল জলিলের প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপি’র আলহাজ্ব শামস্ উদ্দিন আহমেদ। ৯১ ও ৯৬ এর নির্বাচনে জয়লাভ করলেও ২০০১ সালের নির্বাচনে আব্দুল জলিলের কাছে পরাজিত হবার কয়েকমাস পরেই আলহাজ্ব শামস্ উদ্দিন আহমেদ ইন্তেকাল করলে এই আসনে প্রার্থী সংকটে পড়ে বিএনপি তথা ৪ দলীয় জোট। ২০০৬ সালে বাতিলকৃত নির্বাচনে ৪ দলীয় জোট এখানে জামায়াত নেতা অ্যাডঃ ইউনুস আলীকে মনোনয়ন দিলেও এবারের নির্বাচনে নওগাঁর ৬টি আসনের কোনটিতেই জামায়াত প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়নি। অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মাহমুদ হাসান সিদ্দিকী, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হক সনিসহ বেশ কয়েকজন নওগাঁ সদর আসনে মনোনয়ন চাইলেও ৪ দলীয় জোট থেকে শেষ অবধি মনোনয়ন দেয়া হয়েছে লেঃ কর্নেল (অবঃ) আব্দুল লতিফ খানকে। এই আসনে এখন আব্দুল জলিল ও কর্নেল লতিফ খান সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ করছেন। আব্দুল জলিল ইতোমধ্যেই তিলকপুর, দুবলহাটি, ও বলিহার ইউনিয়নে গণসংযোগ করেছেন। আজ সোমবার তিনি গণসংযোগ করছেন বর্ষাইল ইউনিয়নে। অপর দিকে কর্নেল লতিফ খান ইতোমধ্যে শহরের কিছু কিছু এলাকা, হাপানিয়া, শিকারপুর, বোয়ালিয়া ইউনিয়নে গণসংযোগ করেছেন। আজ সোমবার তিনি গণসংযোগ করছেন চন্ডিপুর ইউনিয়নে। ২০০১ সালের নির্বাচনে নওগাঁর ৬টি আসনের মধ্যে ৫টি আসনই ছিল ৪ দলীয় জোটের দখলে। বিএনপি’র ঘাঁটি বলে পরিচিত নওগাঁ জেলায় এবার ভোটের হিসেব আওয়ামী লীগ মরিয়া। পাশাপাশি সদর আসনটি ধরে রাখতে হেভিওয়েট আব্দুল জলিল এবং এই আসনটি দখল করতে নবাগত কর্নেল আব্দুল লতিফ খান মরিয়া হয়ে উঠেছেন। আব্দুল জলিল তাঁর নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেন তিনি নির্বাচিত হলে নওগাঁয় গ্যাস সরবরাহ, কৃষি কলেজ, বি.এড. কলেজ, বিপিএড কলেজ, ক্যাডেট কলেজ, মেডিক্যাল কলেজ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যমুনা নদীর উপর ফুট ব্রিজ নির্মাণ, সদর উপজেলার গ্রামে গঞ্জে বিদ্যুৎ পৌছানো, বিডিআর ক্যাম্প হতে সুলতানপুর পর্যন্ত নদীভাংগন রোধে ফ্লাডওয়াল নির্মাণ, গোয়ালী হাসাইগাড়ি আস্তানমোল্লা সড়ক পুনঃনির্মাণ, বিল মনসুরের পানি নিষ্কাষণ জমি চাষের আওতায় আনা, দুবলহাটি সড়ক ভীমপুর পর্যন্ত সম্প্রসারণ, তিলকপুর এলাকার নদীভাংগন রোধ, বক্তারপুর ইউনিয়নের বন্যাবিব্ধস্ত রাস্তা সংস্কারসহ বিভিন্ন কর্মপরিকল্পনার কথা জানান।অপর দিকে কর্নেল আব্দুল লতিফ খান শহর রক্ষা বাঁধ, গ্যাস সরবরাহ, ভোকেশনাল ইন্সটিটিউট, কৃষি কলেজ, খেলাধুলার ব্যাপক উন্নয়ন, গাঁজা সোসাইটির সম্পত্তি সুষ্ঠু বণ্টন সর্বোপরি নওগাঁ শহরকে আধুনিক শহর হিসাবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদ ইলেকশনবিডি.কম

Popular posts from this blog

“নওগাঁয় মুক্তিযুদ্ধে গণহত্যা”

নওগাঁয় পূর্বের সকল রেকর্ড ভঙ্গ করে,মেলায় অবৈধ ব্যাবসা

দূর্নীতি ছেয়ে আছে নওগাঁ বিটিআরএ