নতুন ভোটার লিষ্ট নওগাঁয় এবার সোয়া লাখ ভোটার কমেছে
জেলার মোট ভোটার সংখ্যা থেকে নয়া ভোটার তালিকায় ১ লাখ ৯ হাজার ১ শ ১৭ ভোট কমেছে । শুদ্ধ তালিকায় এ সংখ্যা বাদ পড়েছে । ২০০৬ সালে জেলায় ভোটার সংখ্যা ছিল ১৭ লাখ ২৫ হাজার ৫৫১, নয়া ভোটার তালিকায় এ সংখ্যা দ্বাড়ায় ১৬ লাখ ১৬ হাজার ৪৩৪ । এর মধ্য নারী ভোটার কমেছে ৪২ হাজার ১শ ৩৯ এবং পুরুষ রয়েছে ৬৬ হাজার ৯৭৮ । নওগাঁর ৬টি আসনে ভোটার সংখ্যা কমে এসেছে । আসন অনুপাতে জেলায় ভোটার রয়েছে নওগাঁ-১ (সাপাহার পোরশা নিয়ামত পুর) ৩ লাখ ১৩ হাজার ৩ শ ৩১ এর মধ্য নারী ১ লাখ ৬১ হাজার ৪৩৮ পুরুষ ১ লাখ ৫১ ৮৯৩ । নওগাঁ- ২ (ধামইরহাট পত্নীতলা) ২ লাখ ৬৩ হাজার ১৭৩ । নারী ভোটার ১ লাখ ৩২ হাজার ৯ শ ৪০ পুরুষ ১ লাখ ৩০ হাজার ৭৭৩ । নওগাঁ- ৩ (মহাদেবপুর বদলগাছী) ৩ লাখ ১৩ হাজার ১ শ ৩৩ । নারী ১ লাখ ৫৯ হাজার ৭১৯ পুরুষ ১ লাখ ৫৩ হাজার ৪শ ১৪ । নওগাঁ-৪ (মান্দা) ২ লাখ ৩৪ হাজার ৩ শ ৫৭ । নারী ১ লাখ ২২ হাজার ৪ শ ৮৬ পুরুষ ১ লাখ ১১ হাজার ৮শ ৭১ । নওগাঁ- ৫ (নওগাঁ সদর) ২ লাখ ৫৭ হাজার ৭শ ৮৯ । নারী ১ লাখ ২৯ হাজার ২ শ ৮৬ পুরুষ ১ লাখ ২৪ হাজার ৫শ ৩ । নওগাঁ - ৬ (আত্রাই -নারী নগর) ২ লাখ ৩৮ হাজার ১শ ১৫ । নারী ১ লাখ ২২ হাজার ৭শ ২৫ পুরুষ ১ লাখ ১৫ হাজার ৪ শ ২৬ ।
সংবাদ : এনওয়াই বাংলা
সংবাদ : এনওয়াই বাংলা