কাজ নাই বেতন নাই দুবাইতে

দেশে বেকার লোকের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য দেশের লোকজন আগের চেয়ে বেশি লোক ভাগ্য পরিবর্তনের আশায় বিদেশে পাড়ি জমাচ্ছে । বেশির ভাগ লোকজন মধ্যপ্রাচ্রের দেশগুলতে পাড়ি দিচ্ছে । আর এই দৌড়ে এগিয়ে আছে সংযুক্ত আরব আমিরাত (দুবাই) । যে হারে বাংলাদেশি দুবাইতে আসিতেছে তাতে অদূর ভবিষ্যতে দুবাইকে দুবাই না বলে ছোট বাংলাদেশ বলা যাবে । দুবাইতে বেশিভাগ বাংলাদেশির কাজ জোটে নিমার্ণ কোম্পানিতে কাজগুলো অত্যন্ত কষ্ঠের আর সে অনুপাতে পারিশ্রমিক মিলে অনেক কম । আমাদের বাংলাদেশিদের মধ্যে একধরনে ভুল ধারনা আছে যে বিদেশে গেলেই শুধু টাকা আর টাকা । তবে সেই ধরনের আশা নিয়ে বিদেশ না আসাই ভাল কারন বর্তমানে যে অবস্থা তাতে নিজের চলাই খুব কঠিন আর তার উপর দেশে করে আসা ঋণের বোঝা এই সব মনে পড়ে যখন কোন লোক প্রবাসে আসে । বর্তমানে দুবাইয়ের সব বড় বড় নির্মাণ কম্পানিতে কর্মী ছাটাই করিতেছে যদি কেউ কাজের জন্য দুবাই আসার ইচ্ছা থাকে তবে আগে কি কাজ তা জেনে নিওয়া ভাল তা না হলে অসীম দূ:খের সাগরে উজ্বল ভবিষ্য ভেসে যাবে ।

Popular posts from this blog

“নওগাঁয় মুক্তিযুদ্ধে গণহত্যা”

নওগাঁয় পূর্বের সকল রেকর্ড ভঙ্গ করে,মেলায় অবৈধ ব্যাবসা

দূর্নীতি ছেয়ে আছে নওগাঁ বিটিআরএ