শান্তি নাই দুবাইতে
সারা বিশ্ব যখন অর্থনৈতিক সংঙ্কট আর সেই একই হাওয়া সংযুক্ত আরব আমিরাতের উপর দিয়ে বয়ে যাচ্ছে । দুবাইরে সব ব্যাবসা বাণিজ্য দিন দিন থারাপের দিকে যাচ্ছে। আর এর বেশি বিরুপ সমস্যা সৃষ্টি হচ্ছে আমাদের বাংলাদেশি প্রবাসি ভাইদের । দুবাইতে প্রায় ৭ থেকে ৮ লাখ আমাদের বাংলাদেশি বসবাস করে থাকে ।আর কাজ করে থাকে নিমার্ণ কম্পানিতে । ও হ্যা বাংলাদেশের লোক জন তো জানেই না যে দুবাইয়ে বাংলাদেশিদের বেতন অন্য দেশের প্রবাসিদের চেয়ে কম । কোন নিমার্ণ কম্পানিতে যখন কোন নতুন লোক বাংলাদেশ থেকে আনা হয় প্রথমে তার বেতন ধরা হয় ৬০০ দেরহাম থেকে ৫০০ দেরহাম আর অন্য কোন কাজ যেমন হোটেল বা দোকানের কাজে বেতন ধরে ৮০০ দেরহাম থেকে ১০০০ দেরহাম। যারা কম্পানিতে কাজ করে তাদের বাসা ভাড়া কম্পানি থেকে আর খাওয়া নিজেদের বলুল যেথানে খাদ্য দ্রব্য মূল্য উদ্ধগতি সেখানে সে ৫০০/৬০০ দেরহামে নিজে খাবে না পরিবার পরিজনদের জন্য দেশে টাকা পাঠাবে । বলুল তো সে কি পাবে যে আশায় সে প্রবাসে এসে ছিল তার পরিবার পরিজনদের মায়া ছেড়ে! আর হ্যা আমি তো বলতে ভূলেগেছি কি পরিমান কাজ করিতে হবে ১২ থেকে ১৪ ঘন্টা যা আপনি কোন দিন করেনি ।