কনফ্লিকার ওয়ার্ম আগামী কাল আঘাত হানতে পারে
কম্পিউটার ভাইরাস বা ওয়ার্ম লেখকদের এপ্রিলের প্রথম দিনটা বেশ প্রিয়। এই দিনে কম্পিউটার ব্যবহারকারীদের বোকা বানিয়ে ভাইরাস ছড়াতে তারা বড্ড পছন্দ করে। কাল ১ এপ্রিল একটি শক্তিশালী ওয়ার্ম আক্রমণ করবে বলে নিরাপত্তা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। এর নাম ‘কনফ্লিকার সি’। ২০০৮ সালে এই ওয়ার্মটি বিশ্বব্যাপী প্রায় ৯০ লাখ কম্পিউটারে আঘাত হেনেছিল। এবার এটি আরও শক্তিশালী। কনফ্লিকার সি ওয়ার্মটি আপনার কম্পিউটারে হয়তো ইতিমধ্যেই ঘাঁটি গেড়েছে। কিন্তু সক্রিয় হবে গ্রিনিচমান সময় আজ রাত ১২টা ০১ মিনিট থেকে (১ এপ্রিল)। এটি মুহুর্তের মধ্যে কম্পিউটার নেটওয়ার্কে থাকা অন্যান্য কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে এবং আক্রান্ত কম্পিউটার থেকে তথ্য পাচারে দারুণ দক্ষতা দেখায়। শুধু তথ্য পাচারেই সীমাবদ্ধ নয়, এটি আপনার কম্পিউটারের হার্ডডিস্ক ডাইভের সব তথ্য মুছে দিতে পারে। আবার অনেক ক্ষেত্রে কম্পিউটারে থাকা অ্যান্টি ভাইরাস সফটওয়্যারটিকেও নিষ্কিত্র্নয় করে দিতে পারে। ওয়ার্মটির মূল নাম ‘কনফ্লিকার সি’ হলেও বিভিন্ন অ্যান্টি ভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন নামকরণ করেছে। বিট ডিফেন্ডার এর নাম দিয়েছে Trojan.downloader.SLIW,ম্যাক্যাফি−W32/Confl...