নওগাঁ ৬ আসনে বিএনপি কোন আসন নাই........!
৯ম জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর রিটানিং অফিসার ও জেলা প্রশাসকের দপ্তরের কন্ট্রোল রুম থেকে রাত সাড়ে ১২ টায় ৬ টি আসনের বেসরকারি ফলাফল ঘোষনা করা হয়েছে। ঘোষিত ফলাফল অনুসারে নওগাঁ- ১ (পোরশা-সাপাহার-নিয়ামত পুর) আসনের ১১৬ টি কেন্দ্রের ফলাফলে আওয়ামীলীগের (নৌকা প্রতীক) সাধন চন্দ্র মজুমদার পেয়েছেন ১লাখ ৭৭ হাজার ২৫১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির (ধানের শীষ প্রতীক) ডা: সালেক চৌধূরী পেয়েছেন ১ লাখ ১১ হাজর ০৮৯ ভোট। এ আসনে বিকল্প ধারার ( কুলা প্রতীক) এর মো: আব্দুল হান্নান পেয়েছেন ১ হাজার ২৫৪ ভোট, ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশের (হাতপাখা প্রতীক) মো: মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৪ হাজার ৬০ ভোট। এ আসনে না ভোট পড়েছে ৯ শত ১২টি আর বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৩৯৯ টি। নওগাঁ-২ (ধামুর হাট- পত্নীতলা) আসনের ৯২ টি কেন্দ্রের ফলাফলে আওয়ামীলীগের (নৌকা প্রতীক) এর মো: শহীদুজ্জামান সরকার পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৪৮০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির (ধানের শীষ প্রতীক) মো: সামসুজ্জোহা খান পেয়েছেন ৯৭ হাজার ৭৩২ ভোট। এ আসনে বিকল্প ধারার ( ক্থলা প্রতীক) এর মো: আব্দুর রউফ মান্নান পেয়েছেন ১ হাজার ৭৭৪ ভোট, না ভোট পড়েছে ১ হা...