মহাবিশ্বের সর্বনিন্ম তাপমাত্রা হচ্ছে পৃথিবীতে!

আমাদের পরিচিত গণ্ডির মহাবিশ্বের শীতলতম স্থানটি হতে যাচ্ছে পৃথিবীতেই, একটি গবেষণাগারে! যেখানে আর দুসপ্তাহ পর শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট। সেখানকার তাপমাত্রা আর কিছুদিনের মধ্যেই নেমে আসবে মাইনাস ২৭১ ডিগ্রি সেন্টিগ্রেডে (১.৯ কেলভিন)। যেখানে দূর মহাবিশ্বের সর্বনিন্ম তাপমাত্রা মাইনাস ২৭০ ডিগ্রি বলেই জানেন বিজ্ঞানীরা।

গবেষণাগারটি হচ্ছে সুইজারল্যান্ড ও ফ্রান্সের সীমান্ত এলাকায় মাটির নিচে স্থাপিত ইউরোপীয় গবেষকদের স্বর্গভূম সার্ন-এর ল্যাবরেটরি। ওখানেই লার্জ হাড্রন কোলাইডার দিয়ে দুপাশ থেকে আলোর বেগে প্রোটন কণা ছুড়ে জানা যাবে মহাবিশ্ব সৃষ্টির আদি অবস্থা।

আলোর বেগে ছুটে আসা প্রোটন ও সংঘর্ষে সৃষ্ট তাপকে নিয়ন্ত্রণে রাখতেই ক্রিওজেনিক প্রযুক্তিতে এই শীতলীকরণ করা হয়েছে। গতকাল রাত ৮ পর্যন্ত সার্নের ৮টি অংশের মধ্যে ৬টি অংশের তাপ ৪.৫ ডিগ্রি কেলভিনে নামানো হয়েছে। ১ দশমিক ৯ কেলভিন হলেই লার্জ হাড্রন কোলাইডারের সুইচ অন করবেন বিজ্ঞানীরা।


সূএ:দৈনিক আমাদের সয়ম

Popular posts from this blog

“নওগাঁয় মুক্তিযুদ্ধে গণহত্যা”

পুদিনা চাষ ও গুনাগুন

সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ