আজ ৭ই আগষ্ট আমার জন্ম দিন

আজ ৭ই আগষ্ট আমার জন্ম দিন আমার মনেই ছিলনা । ফেসবুকে ফারুক ভাই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পরই আমি জানিলাম আজ আমার জন্ম দিন । এই কথাটি মনে করে দেওয়ার জন্য আমি অবশ্য ফারুক ভাইকে ধন্যবাদ জানিয়াছিলাম । তবে সত্য কথা বলতে আমার আগের ২৫টি জন্ম দিনে কেউ এমন ভাবে জন্মদিনের শুভেচ্ছা জানানি । আর দ্বিতীয় ব্যক্তি সাকির ভাই বা বন্ধু বলা যায় । সে ভারতের মাদ্রাসের সে আমার অনেক ভাল একজন বন্ধু তার ভাষা অনুযায়ী আরব আমিরাতে প্রথম বিশ্বাসী বন্ধু । সে আমার ইয়াহু ম্যাসেন্জারে টাস্টাস দেখে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিল ।

Popular posts from this blog

“নওগাঁয় মুক্তিযুদ্ধে গণহত্যা”

পুদিনা চাষ ও গুনাগুন

সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ