ডিপ টিউবয়েলের পানিতে আগুন

নওগাঁ জেলার মান্দা থানার ১২ নম্বর কাঁশ পাড়া ইউনিয়নের নাপিতপাড়া গ্রামের মো: মামুনের ডিপ টিউবয়েলের পানির সঙ্গে বেশ কয়েক দিন ধরে বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে এবং উক্ত পানিতে আগুন ধরার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। মান্দা থানার নাপিতপাড়া গ্রামের মো: নাসির মোহরীর ছেলে মো: মামুনের ডিপ টিউবয়েল ফসলে পানি দেওয়ার জন্য চালু করিলে পানির সঙ্গে গ্যাস বুদবুদ আকারে বের হতে দেখা যায়। ডিপ টিউবয়েলে পাইবের মুখের নিকট দিয়াশলাই দ্বারা অগি্ন সংযোগ করিলে পানিতে আগুন জ্বলতে থাকে। অত্র এলাকায় কয়েক বছর আগে অন্য আরেকটি ডিপ টিউবওয়েলে এরুপ ঘটনার তথ্য পাওয়া গিয়েছিল।উক্ত ঘটনায় অত্র এলাকায় ব্যাপক আলোড়ন সষ্টি হয়েছে। বহু লোক সেখানে উক্ত ঘটনা দেখার জন্য ভীড় জমাচ্ছে।



সূএঃ এসএনএন মিডিয়া

Popular posts from this blog

“নওগাঁয় মুক্তিযুদ্ধে গণহত্যা”

পুদিনা চাষ ও গুনাগুন

সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ