আরব আমিরাতে বাংলাদেশী শ্রমিকদের মানবেতর জীবনযাপন
সংযুক্ত আরব আমিরাতের হাত্তা এলাকায় একটি কোম্পানিতে প্রায় ৫শ’ বাংলাদেশী শ্রমিক ৫-৬ মাস ধরে চরম মানবেতর জীবনযাপন করছে। এসব শ্রমিক সহায়-সম্বল ভিটেমাটি বিক্রি ও ধার-দেনা করে ২ থেকে আড়াই লাখ টাকা ব্যয় করে দালাল ও বিভিন্ন ট্রাভেলসের মাধ্যমে ৫-৬ মাস আগে আরব আমিরাতের হাত্তা এলাকায় ট্রান্স গালফ নামে একটি কোম্পানিতে চাকরির ভিসা নিয়ে আসে। আসার পর থেকে কাজকর্ম ও বেতনাদি পাওয়া তো দূরের কথা ঠিকমতো খাবারও মিলছে না তাদের। অনাহারে-অর্ধাহারে থেকে ইতিমধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছে। কোম্পানির পক্ষ থেকে নেয়া হয় না কোন খোঁজখবর। মাত্র কয়েকটি কক্ষের মধ্যে সবাইকে গাদাগাদি করে থাকতে হচ্ছে। পাক করে খাবে নেই পানি ও চুলার পর্যাপ্ত ব্যবস্থা। এ যেন মরুভ‚মির মধ্যে বনবাসের মতো। তাদের করুণ অবস্থায় কঠিন মনের মানুষের চোখেও পানি না এসে উপায় নেই। এসব শ্রমিকের এখন একটাই দাবি দেশে পাঠিয়ে দেয়া। এজন্য তারা বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটে যোগাযোগ করেও কোন পাত্তা পাচ্ছে না। নেয়া হচ্ছে না তাদের খোঁজখবর। তাদের অতি শিগগির দেশে ফিরিয়ে নেয়ার জন্য তারা সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।
এদিকে এসব শ্রমিকের করুণ অবস্থার কথা জানতে পেরে বাংলাদেশ থেকে ঢাকার আজিমপুরের ফ্যাক্স ওভারসিজের একজন কর্মকর্তা শ্রমিকদের কাছে এলে তারা তাকে আটক করে রেখেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে ছেড়ে দেয়নি শ্রমিকরা।
সংবাদঃ দৈনিক যুগান্তর
এদিকে এসব শ্রমিকের করুণ অবস্থার কথা জানতে পেরে বাংলাদেশ থেকে ঢাকার আজিমপুরের ফ্যাক্স ওভারসিজের একজন কর্মকর্তা শ্রমিকদের কাছে এলে তারা তাকে আটক করে রেখেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে ছেড়ে দেয়নি শ্রমিকরা।
সংবাদঃ দৈনিক যুগান্তর