Posts

Showing posts from July, 2008

সংবাদ পরিক্রমা

নির্মম আর বর্বর নির্যাতনের শিকার হয়ে কুয়েত থেকে গতকাল দেশে ফিরেছেন কয়েক শ’ বাংলাদেশি শ্রমিক। তাদের কেউ কেউ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ধর্মঘটে যোগ দিলেও অনেকেই নিরপরাধ। গতকাল ভোরে দেশে ফিরে বিভিন্ন গণমাধ্যমকর্মীর কাছে তারা তুলে ধরেন কুয়েতি আইন-শৃগ্ধখলা বাহিনীর নিষ্ঠুর নির্যাতনের কথা। তারা এ সময় কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, প্রচন্ড মারধরের পর তাদের রাবার দিয়ে বেঁধে কড়া রোদের মধ্যে রাস্তায় ফেলে রাখা হয় ৩ ঘণ্টা। খালি পায়ে হাঁটানো হয় উত্তপ্ত রাস্তায়। নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে পানি পানি বলে চিৎকার করেও পাওয়া যায়নি পানি এমন অভিযোগও করেছেন এক শ্রমিক। এভাবে দফায় দফায় পেটানোর প্রায় দুই দিন পর শেষে মঙ্গলবার মধ্যরাতে তাদের জোরপহৃর্বক তুলে দেওয়া হয় বাংলাদেশমুখী বিমানে। অথচ তাদের সবাই ধর্মঘটে ছিলেন না। অনেকেই জানেন না কী তাদের অপরাধ। বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আসে যাদের হাত দিয়ে দেশের সেই সোনার ছেলেদেরই একজন মহসিন। কুয়েত থেকে ফিরে গতকাল সাংবাদিকদের জানান আটককৃত বাংলাদেশিদের ওপর কুয়েতি আইন-শৃগ্ধখলা বাহিনীর নির্যাতনের কথা। মহসিন বলেন, ‘আমাদের ধরে নিয়ে একটি মিলিটারি ক্যাম্পে সামনে জড়ো করা হয়। রাবার দি...

কৌতুক

ছাএ ও শিক্ষকের মধ্যে কথোপকথন ১ম দিন স্যার : কি খাচ্ছ? ছাএ : আইসক্রিম । স্যার : আইসক্রিম খাওয়া ভালো নয়, আইসক্রিমে কেমিক্যাল থাকে । ২য় দিন স্যার : পড়, ‘ঘুষ খাওয়া ভালো নয়’ ছাএ : কেন স্যার? ঘুষেও কি বিষাক্ত কেমিক্যাল থাকে? বালিকা: আমার মনে হয় গরিব লোক বেশি সুখি বালক : তাহলে তুমি আমাকে বিয়ে কর তবে আমরা সুখি পরিবার গড়তে পারব চেয়ারম্যান: আমি যদি এবার চেয়ারম্যান হতে পারি তাহলে এই এলাকায় একটি ব্রিজ করে দিব জনৈক ব্যাক্তি: এই গ্রামে তো কোনো খাল নেই, আপনি ব্রিজ করবেন কিভাবে? চেয়ারম্যান: (ভূল বুঝতে পেরে) প্রথমে খাল করব তারপর ব্রিজ করব। শিক্ষক : আচ্ছা, ‘বিবিসি’ মানে কী বল তো? ছাত্র : বাংলাদেশ বিস্কুট কোম্পানি। শিক্ষক : বেয়াদব! বাড়ি কোথায়? ছাত্র : এটাও হতে পারে, স্যার। ১ম বন্ধু : জানিস, বাড়ি থেকে পালিয়ে যেদিন নিশিকে বিয়ে করলাম, ঠিক সেদিনই জুতোর বাড়ি খেতে হল! ২য় বন্ধু : আমার ধারণা, এর পেছনে নিশ্চয়ই নিশির বাবার হাত ছিল! ১ম বন্ধু : না না, হাত নয়! ওটার মধ্যে নিশির বাবার ‘পা’ ছিল! খদ্দের : (রেগে গিয়ে) বেয়ারা, আমার চায়ে মাছি কেন? বেয়ারা : তাহলে এবার বুঝুন স্যার, মাছিটা পর্যন্ত টের পেয়ে গেছে আমার চা...

মহাবিশ্বের সর্বনিন্ম তাপমাত্রা হচ্ছে পৃথিবীতে!

আমাদের পরিচিত গণ্ডির মহাবিশ্বের শীতলতম স্থানটি হতে যাচ্ছে পৃথিবীতেই, একটি গবেষণাগারে! যেখানে আর দুসপ্তাহ পর শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট। সেখানকার তাপমাত্রা আর কিছুদিনের মধ্যেই নেমে আসবে মাইনাস ২৭১ ডিগ্রি সেন্টিগ্রেডে (১.৯ কেলভিন)। যেখানে দূর মহাবিশ্বের সর্বনিন্ম তাপমাত্রা মাইনাস ২৭০ ডিগ্রি বলেই জানেন বিজ্ঞানীরা। গবেষণাগারটি হচ্ছে সুইজারল্যান্ড ও ফ্রান্সের সীমান্ত এলাকায় মাটির নিচে স্থাপিত ইউরোপীয় গবেষকদের স্বর্গভূম সার্ন-এর ল্যাবরেটরি। ওখানেই লার্জ হাড্রন কোলাইডার দিয়ে দুপাশ থেকে আলোর বেগে প্রোটন কণা ছুড়ে জানা যাবে মহাবিশ্ব সৃষ্টির আদি অবস্থা। আলোর বেগে ছুটে আসা প্রোটন ও সংঘর্ষে সৃষ্ট তাপকে নিয়ন্ত্রণে রাখতেই ক্রিওজেনিক প্রযুক্তিতে এই শীতলীকরণ করা হয়েছে। গতকাল রাত ৮ পর্যন্ত সার্নের ৮টি অংশের মধ্যে ৬টি অংশের তাপ ৪.৫ ডিগ্রি কেলভিনে নামানো হয়েছে। ১ দশমিক ৯ কেলভিন হলেই লার্জ হাড্রন কোলাইডারের সুইচ অন করবেন বিজ্ঞানীরা। সূএ: দৈনিক আমাদের সয়ম

কিছু ছবি

Image

ডিপ ফ্রিজ

ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজ এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনার নিজের কম্পিউটার কে অনেক নিরাপদে রাখিতে পারিবেন । আর যদি আপনি ইন্টারনেট ব্যবহার করেন তাতে তো ভাইরাসের ভয় আছে আর হা যদি ডিপ ফ্রিজ থাকে তাতে ভয় পাবার কিছু নাই । ধরুন আপনার কম্পিউটার কেউ ব্যবহার করিল আর আপনার অনেক প্রয়োজনীয় ফাইল সে ডিল্টিট করে ফেলে আর সে টি পেতে পারেন আবার নাও পারেন । তবে হ্যাঁ যদি ডিপ ফ্রিজ থাকে তাহলে শুধু কম্পিউটারটি রিস্টাট করেন তাহলে লাঠা ছুকে যাবে (বিঃ দ্রঃ প্রয়োজন হলে Kzaman007@gmail.com ইমেল যোগাযোগ করিতে পারেন )

ডিপ ফ্রিজ

ডিপ ফ্রিজ এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনার নিজের কম্পিউটার কে অনেক নিরাপদে রাখিতে পারিবেন । আর যদি আপনি ইন্টারনেট ব্যবহার করেন তাতে তো ভাইরাসের ভয় আছে আর হা যদি ডিপ ফ্রিজ থাকে তাতে ভয় পাবার কিছু নাই । ধরুন আপনার কম্পিউটার কেউ ব্যবহার করিল আর আপনার অনেক প্রয়োজনীয় ফাইল সে ডিল্টিট করে ফেলে আর সে টি পেতে পারেন আবার নাও পারেন । তবে হ্যাঁ যদি ডিপ ফ্রিজ থাকে তাহলে শুধু কম্পিউটারটি রিস্টাট করেন তাহলে লাঠা ছুকে যাবে (বিঃ দ্রঃ প্রয়োজন হলে Kzaman007@gmail.com ইমেল যোগাযোগ করিতে পারেন )