কথা ও হাসি

ছাএ ও শিক্ষকের মধ্যে কথোপকথন

১ম দিনস্যার : কি খাচ্ছ?ছাএ : আইসক্রিম ।স্যার : আইসক্রিম খাওয়া ভালো নয়, আইসক্রিমে কেমিক্যাল থাকে ।২য় দিনস্যার : পড়, ‘ঘুষ খাওয়া ভালো নয়’ছাএ : কেন স্যার? ঘুষেও কি বিষাক্ত কেমিক্যাল থাকে? [সূএ: দৈনিক আমার দেশ ]
একযুবক তার কিশোরী ছাত্রীকে ব্যাকরণ পড়াতে পড়াতে জিগ্যেস করেন , সুমি এবারে এমন একটা বাক্যের উদাহরণ দাও , যাতে বর্তমান , অতীত ও ভবিষ্যৎ তিন কালই থাকছে । ছাত্রীর উদাহরণ প্রদান , গত ভ্যালেনটাইন ডে থেকে তোমাকে আমি ভালবাসাতাম , আজও বাসি , ভবিষৎতেও বাসবো।
ও বুড়িমা তোমার বয়স কত হলো এই বছর কুড়ি হলো ।বল কি ? মাএ কুড়ি !হ্যাঁ , বাপ ! ওর বেশি আমি যে গুনতে পারি না ।
একজন সাংবাদিক একজন টহল পুলিশের সাক্ষাৎকার নিচ্ছে। আপনি ঘুষ খান ?খাই।রাতে রাস্তায় যে মেয়েরা ঘোরাফেরা করে তাদের ব্যবহার করেন ?মাঝে মাঝে তো করতেই হয়। রাজনীতি করেন ? না অতটা খারাপ এখনো হইনি।
বই পড়ুয়া স্বামীকে কটাক্ষ করছেন স্ত্রী-স্ত্রী : তোমার বই পড়ার বাতিক দেখে মাঝেমধ্যে মনে হয় আমি বউ না হয়ে বই হলেই ভালো হতো! সারাক্ষণ হাতে নিয়ে পড়তে।স্বামী : বই না হয়ে ক্যালেন্ডার হলে আরো বেশি ভালো হতো!...প্রত্যেক বছরই পাল্টাতে পারতাম।

Popular posts from this blog

“নওগাঁয় মুক্তিযুদ্ধে গণহত্যা”

নওগাঁয় পূর্বের সকল রেকর্ড ভঙ্গ করে,মেলায় অবৈধ ব্যাবসা

দূর্নীতি ছেয়ে আছে নওগাঁ বিটিআরএ