কথা ও হাসি
ছাএ ও শিক্ষকের মধ্যে কথোপকথন
১ম দিনস্যার : কি খাচ্ছ?ছাএ : আইসক্রিম ।স্যার : আইসক্রিম খাওয়া ভালো নয়, আইসক্রিমে কেমিক্যাল থাকে ।২য় দিনস্যার : পড়, ‘ঘুষ খাওয়া ভালো নয়’ছাএ : কেন স্যার? ঘুষেও কি বিষাক্ত কেমিক্যাল থাকে? [সূএ: দৈনিক আমার দেশ ]
একযুবক তার কিশোরী ছাত্রীকে ব্যাকরণ পড়াতে পড়াতে জিগ্যেস করেন , সুমি এবারে এমন একটা বাক্যের উদাহরণ দাও , যাতে বর্তমান , অতীত ও ভবিষ্যৎ তিন কালই থাকছে । ছাত্রীর উদাহরণ প্রদান , গত ভ্যালেনটাইন ডে থেকে তোমাকে আমি ভালবাসাতাম , আজও বাসি , ভবিষৎতেও বাসবো।
ও বুড়িমা তোমার বয়স কত হলো এই বছর কুড়ি হলো ।বল কি ? মাএ কুড়ি !হ্যাঁ , বাপ ! ওর বেশি আমি যে গুনতে পারি না ।
একজন সাংবাদিক একজন টহল পুলিশের সাক্ষাৎকার নিচ্ছে। আপনি ঘুষ খান ?খাই।রাতে রাস্তায় যে মেয়েরা ঘোরাফেরা করে তাদের ব্যবহার করেন ?মাঝে মাঝে তো করতেই হয়। রাজনীতি করেন ? না অতটা খারাপ এখনো হইনি।
বই পড়ুয়া স্বামীকে কটাক্ষ করছেন স্ত্রী-স্ত্রী : তোমার বই পড়ার বাতিক দেখে মাঝেমধ্যে মনে হয় আমি বউ না হয়ে বই হলেই ভালো হতো! সারাক্ষণ হাতে নিয়ে পড়তে।স্বামী : বই না হয়ে ক্যালেন্ডার হলে আরো বেশি ভালো হতো!...প্রত্যেক বছরই পাল্টাতে পারতাম।
১ম দিনস্যার : কি খাচ্ছ?ছাএ : আইসক্রিম ।স্যার : আইসক্রিম খাওয়া ভালো নয়, আইসক্রিমে কেমিক্যাল থাকে ।২য় দিনস্যার : পড়, ‘ঘুষ খাওয়া ভালো নয়’ছাএ : কেন স্যার? ঘুষেও কি বিষাক্ত কেমিক্যাল থাকে? [সূএ: দৈনিক আমার দেশ ]
একযুবক তার কিশোরী ছাত্রীকে ব্যাকরণ পড়াতে পড়াতে জিগ্যেস করেন , সুমি এবারে এমন একটা বাক্যের উদাহরণ দাও , যাতে বর্তমান , অতীত ও ভবিষ্যৎ তিন কালই থাকছে । ছাত্রীর উদাহরণ প্রদান , গত ভ্যালেনটাইন ডে থেকে তোমাকে আমি ভালবাসাতাম , আজও বাসি , ভবিষৎতেও বাসবো।
ও বুড়িমা তোমার বয়স কত হলো এই বছর কুড়ি হলো ।বল কি ? মাএ কুড়ি !হ্যাঁ , বাপ ! ওর বেশি আমি যে গুনতে পারি না ।
একজন সাংবাদিক একজন টহল পুলিশের সাক্ষাৎকার নিচ্ছে। আপনি ঘুষ খান ?খাই।রাতে রাস্তায় যে মেয়েরা ঘোরাফেরা করে তাদের ব্যবহার করেন ?মাঝে মাঝে তো করতেই হয়। রাজনীতি করেন ? না অতটা খারাপ এখনো হইনি।
বই পড়ুয়া স্বামীকে কটাক্ষ করছেন স্ত্রী-স্ত্রী : তোমার বই পড়ার বাতিক দেখে মাঝেমধ্যে মনে হয় আমি বউ না হয়ে বই হলেই ভালো হতো! সারাক্ষণ হাতে নিয়ে পড়তে।স্বামী : বই না হয়ে ক্যালেন্ডার হলে আরো বেশি ভালো হতো!...প্রত্যেক বছরই পাল্টাতে পারতাম।