এই বর্ষায় প্রচুর বৃষ্টিতে কৃষকের অনেক ক্ষতি

এই বর্ষায় কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। আগাম ধান বর্ষালী ধান (একুশের ধান) প্রচুর বৃষ্টিতে পানিতে তলেগেছে আর যেটুকু ধান আছে তাতে ইদুর লেগে ধানের প্রচুর ক্ষতি করছে। এতে কৃষকের অনেক ক্ষতি হচ্ছে। আবার পানি নিষ্কাষনের ভাল ব্যবস্থা না থাকাতে আমন ধানের অনেক ক্ষতি হচ্ছে। আর এই ক্ষতি হচ্ছে নওগাঁ জেলার মান্দা উপজেলার কুলিহার ও গোবিন্দ পুর গ্রামের কৃষকদের ।

Popular posts from this blog

“নওগাঁয় মুক্তিযুদ্ধে গণহত্যা”

পুদিনা চাষ ও গুনাগুন

সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ