জীবনানন্দ দাশের কবিতা
সুদর্শনা একদিন ম্লান হেসে আমি তোমার মতন এক মহিলার কাছে যুগের সঞ্চিত পণ্যের লীন হতে গিয়ে অগ্নিপরিধির মাঝে সহসা দাড়িয়ে শুনেছি কিণ্নর কন্ঠ দেবদারু গাছ, দেখেছি অমৃতসূর্য আছে। সবচেয়ে আকাশ নক্ষত্র ঘাস চন্দ্রমল্লিকার রাত্রি ভালো; তবুও সময়ে স্থির নয়; আরেক গভীরতর তোমার বলয়। এই পৃথিবীর ভালো পরিচিত রোদের মতন তোমার শরীর; তুমি দান করনি তো; সময় তোমাকে সব দান করে মৃতদার বলে সুদর্শনা, তুমি আজ মৃত । আকাশলীনা সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি, বোলো নাকো কথা এই যুবকের সাথে কথা; ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে; ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে; ফিরে এসো হৃদয়ে আমার; দূর থেকে দূরে – আরো দূরে যুবকের সাথে তুমি যেয়ো নাকো আর । কী কথা তাহার সাথে ? তার সাথে ! আকাশ আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ তার প্রেম ঘাস হয়ে আসে । সুরঞ্জনা, তোমার হৃদয়ে আজ ঘাস বাতাসের ওপারে বাতাস আকাশের ওপারে আকাশ ।