বিশ্ব মা দিবস

আগামী ১১ মে বিশ্ব মা । গত চার বসর থেকে প্রবাসে আছি তাই প্রতি নিয়ত মায়ের কথা মনে পড়ে তবে কিছু দিন থেকে বেশি মনে পড়ে । জানি না কেন বেশি বেশি মার কথা মনে পড়ে । হয তবা অনেক দিন থেকে দেখি নাই মায়ের মলিন মুথ তাই । তবে এথন বেশি বেশি মনে পড়ে । বারবার মায়ের কথাই মনে পড়ে ।

Popular posts from this blog

“নওগাঁয় মুক্তিযুদ্ধে গণহত্যা”

পুদিনা চাষ ও গুনাগুন

সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ