জানিনা কিছু তবু জানার ইচ্ছা
আমি কম্পিউটারের কিছু জানিনা তবু অজানা থেকে জানার ইচ্ছা থেকে এই শিক্ষা । আমার শিক্ষাগত যোগ্যতা এত বেশি নেই । আমি ২০০০ সালে এস এস সি পাশ করি তার পর মান্দা মমিন শাহানা ডিগ্রী কলেজ এইচ এস সি পাশ করি ২০০২ সালে। আবারও মান্দা কলেজে বি এস সি ভর্তি হয় । বি এস সিতে ১ম বত্সর করে ২০০৪ সালের ৩ রা এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরের আজমান ইন্টারনেটে কাজে যোগদান করি । সেই সময় আমি কম্পিউটার সম্পর্কে কিছু জানিনা আর তার মধ্যে ইন্টানেট তো কিছুই নয় । আর সেই অজানা থেকে এত দূর আসা ।