হঠাৎ করে কেন এই রহস্যজনক আত্মপ্রকাশ ------ ড. ইয়াজউদ্দিন
অপ্রত্যাশিতভাবে বিতর্কিত সাবেক রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ গত পরশু একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন। এ সাক্ষাৎকারের সময় তাকে অনেকটা বিমর্ষ দেখাচ্ছিল। এ সাক্ষাৎকারে তিনি কিছু প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন, কখনো একই প্রশ্নের ভিন্নভাবে জবাব দিয়েছেন, কখনো বলেছেন এর জবাব স্মৃতিতে নেই, তার লেখা বইয়ে এ প্রশ্নের জবাব জানা যাবে। তবে তিনি এ সাক্ষাৎকারে সুস্পষ্ট করেই উল্লেখ করেছেন, তার নির্দেশেই শেখ হাসিনা ও খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়েছিল। দুর্নীতির বিরুদ্ধে যৌথ বাহিনীর বিতর্কিত অভিযান তিনি শুভ কাজ বলে অভিহিত করেন। ২০০৭ সালের ১১ জানুয়ারি সেনাবাহিনীর সমর্থনে দেশে জরুরি অবস্খা জারিকে আল্লাহর নির্দেশে শুভ কাজ বলে উল্লেখ করেছেন। ওয়ান-ইলেভেনে কী কী ঘটেছিল জানতে চাইলে তিনি বলেন, ‘ওই জিনিসটা আমার মনে নেই, বই লিখছি, তখন জানতে পারবেন’। পরে জানতে চাওয়া হয় তখন কিভাবে মনে পড়বে? জবাবে তিনি বলেন, ‘হয়তো মনে পড়বে’। হঠাৎ করে টেলিভিশনে তার এ রহস্যজনক উপস্খিতি ও সাক্ষাৎকার জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। মনে হচ্ছিল যেন কারো প্ররোচনায় কিংবা চাপে তিনি এই সাক্ষাৎকার অনুষ্ঠানে হাজির হয়েছেন। কিংবা...