Posts

Showing posts from May, 2008

সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ

সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। নামাজ বা সালাত অন্যতম ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাই পবিত্র কোরআনুল করীমে ৮২ জায়গায় নামাজ কায়েম করার প্রতি সুস্পষ্ট নির্দেশ রয়েছে। ইসলামে নামাজের গুরুত্ব-তাত্পর্য যেমন অপরিসীম-তেমনি আল্লাহ পাকের রহমত ইহ-পরকালের মুক্তিলাভের প্রধান অবলম্বন হিসাবে নামাজের বৈশিষ্ট্য অতীব তাত্পর্য পূর্ণ। যে ব্যক্তি নামাজেয় আনুষঙ্গিক শর্তাবলী যথারীতি পালন করে নামাজ আদায় করবেন আল্লাহ পাক স্বীয় আশ্রয় ও নিরাপত্তায় রাখার নিশ্চয়তা প্রদান করবেন। আমাদের মহানবী হজরত রাসূলে মকবুল (সা:) বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ স্বচ্ছ নহর সমতুল্য অর্থাৎ দৈনিক পাঁচবার ঐ স্বচ্ছ পানিতে গোসল করলে যেমন শরীরের ময়লা, ধূলোবালি দূর হয়ে যায়, তেমনি পাঁচ ওয়াক্তের নামাজ সমুদয় গুনাহ রশি মাফ করে দেন। রাসূলে পাক (সা:) আরো বলেছেন, নামাজ ধর্মের ভিত্তি। যে ব্যক্তি নামাজ ত্যাগ করেছে সে ধর্মকে বিনাশ করেছে। একবার কিছুসংখ্যক লোক হজরত নবী পাককে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূল্লাহ (সা:) সর্বোত্তম কাজ কোন্টি? উত্তরে আল্লাহর রাসূল ...

বিশ্ব মা দিবস

আগামী ১১ মে বিশ্ব মা । গত চার বসর থেকে প্রবাসে আছি তাই প্রতি নিয়ত মায়ের কথা মনে পড়ে তবে কিছু দিন থেকে বেশি মনে পড়ে । জানি না কেন বেশি বেশি মার কথা মনে পড়ে । হয তবা অনেক দিন থেকে দেখি নাই মায়ের মলিন মুথ তাই । তবে এথন বেশি বেশি মনে পড়ে । বারবার মায়ের কথাই মনে পড়ে ।