সচল হচ্ছে রাজনীতির চাকা
ক্রমেই সচল হচ্ছে রাজনীতির চাকা। জরুরি অবস্থার কারণে দীর্ঘদিন চুপচাপ থাকার পর মুখ খুলতে শুরু করেছেন রাজনীতিবিদরা। দেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগের নেতারা সরাসরি সরকারবিরোধী বক্তব্য রাখতে শুরু করেছেন। কয়েকদিন আগেও যারা রাজনৈতিক বক্তব্য দেয়া থেকে বিরত থাকতেন তারাও হয়ে উঠছেন সোচ্চার। দ্রব্যমূল্য, দুই নেত্রীর মুক্তি ও নির্বাচন নিয়ে তারা খোলামেলা কথা বলছেন। মাঠপর্যায়ের নেতাকর্মীদের চাপে ঘোষণা করছেন আন্দোলনের কর্মসূচি। দাবি জানাচ্ছেন জরুরি অবস্থা প্রত্যাহারের। ঐক্য গড়ার কথা বলছেন প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে।মূলত দ্রব্যমূল্য বৃদ্ধির ইস্যুতেই মুখ খুলতে শুরু করেছেন রাজনৈতিক নেতারা। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিই মুখ খুলে দিয়েছে তাদের। এর সঙ্গে নতুন মাত্রা যোগ করেছে দুই নেত্রীর মুক্তির বিষয়টি। আগামী ২০ এপ্রিলের আগেই গণঅনশনের কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। কেন্দ্রীয় নেতারা এ মুহর্তে কোনো ধরনের কর্মসূচি দিতে আগ্রহী না থাকলেও মাঠপর্যায়ের নেতাকর্মীদের দাবির মুখে কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। দলীয় সভানেত্রী শেখ হাসিনার মুক্তি, চিকিত্সার জন্য বিদেশ পাঠানো, যুদ্ধাপরাধীদের বিচার, ...